Pasher Barir Maiya Lyrics in Bangla | পাশের বাড়ির মাইয়া গান লিরিক্স -Tawhid Afridi

Pasher Barir Maiya Song Lyrics in Bangla (পাশের বাড়ির মাইয়া গান লিরিক্স) Bangla New Rap Song, Singer By Tawhid Afridi, Rap By Saif Khan - Tawhid Afridi Lyrics

Pasher Barir Maiya Song Lyrics in Bangla (পাশের বাড়ির মাইয়া গান লিরিক্স) Bangla New Rap Song, Singer By Tawhid Afridi, Rap By Saif Khan - Tawhid Afridi Lyrics

Singer Tawhid Afridi
Music Adib
Song Writer Sajeeb Bhuiyan & Adib Kabir

A TA Films Production
Directed by Peal Arafat
Rap : Saif Khan - Cfu
Tune : Adib

Pasher Barir Maiya Lyrics in Bangla - পাশের বাড়ির মাইয়া গান লিরিক্স

রাইত জায়গা স্বপ্ন দেখি তোকে শুধু নিয়া
বাজান আমার তিতায় রাখছে কত শত টিয়া
কত আশা স্বপ্ন আমার তোকে শুধু নিয়া


আইসক্রিম খাব দুইজনে হানিমুনে গিয়া
আইতে যাইতে চাচা দিতে শুধু যে খোঁচা
আর কত খামু বাপের হোটেলে বইসা

পাশের বাড়ির মাইয়ারে তুই পেছন ফিরে চা
বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া

মনে যেই ছবি যার নাম নাই
তরে ভালোবাসা ছাড়া কাম নাই
তুই হিরোইন যেই সিনেমার
ওইখানে cast করি দেখ আমরাই


কিরে কেডা আছোস চালু সাউন্ড বারা
কাকা লইতাছে দেখি কান পড়া
এখানে চলে না কোন দেখ কান পড়া
কেডা গুটি লাগায় ওরে কান ধরা


সবই ফ্লেক্স করি আমরা ডলারে
শার্ট উঁচা কইরা রাখি কলারে
ময়নার পিরিতে আগুনে পুইরা
শেষ হয়ে গেল জীবন আহারে

পাশের বাড়ির মাইয়ারে তুই পেছন ফিরে চা
বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া

Also Read:



Post a Comment (0)
Previous Post Next Post