Ami Keno Bar Bar Preme Pore Jai Lyrics in Bangla | আমি কেন বার বার প্রেমে পড়ে যাই গান লিরিক্স -Rubel Khandokar

Ami Keno Bar Bar Preme Pore Jai Song Lyrics in Bangla (আমি কেন বার বার প্রেমে পড়ে যাই গান লিরিক্স) Rubel Khandokar New Music 2024, Bangla Song Lyrics, Singer By Rubel Khandokar, Cast By Mysha Rudvi & Joy Bhuyan.

Ami Keno Bar Bar Preme Pore Jai Song Lyrics in Bangla (আমি কেন বার বার প্রেমে পড়ে যাই গান লিরিক্স) Rubel Khandokar New Music 2024, Bangla Song Lyrics, Singer By Rubel Khandokar, Cast By Mysha Rudvi & Joy Bhuyan.


Singer Rubel Khandokar
Music Rezwan Sheikh
Song Writer Rubel Khandokar

Song: Ami Keno Bar Bar Preme Pore Jai
Singer: Rubel khandokar
Tune : Rubel khandokar
Label : Music Box

Cast : Mysha Rudvi & Joy Bhuyan
D.O.P : Sheul Babu
Edit : Sami Ahmmed
Color : Rakib Ahmmed
Director : Raju Ahmmad
Production House : Raj Films

Ami Keno Bar Bar Preme Pore Jai Lyrics in Bangla

পাবনা যেনও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই ।
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই পর জনমে চাই ।

বন্ধু তুমি ভালো তুমিতো চাঁদের আলো
আমি মনে হয় ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াই।

জলসে যাবো জানি মানছেনা মন খানি।
বন্ধু তুমি ভালো তুমিতো চাঁদের আলো।
আমি মনে হয় ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াই।

জঁলসে সে যাব জানি মানছে না মন খানি ।
পাবনা যেনও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই ।

আমি কেন বার বার প্রেমে পড়ে যাই।
এই জনমে পাইবানা পাই পর জনমে চাই।


১ম অন্তরা।
তোমায় মনে ধরেছে আজ
পালাবে বলনা কোথায়
এক জীবনে একটাই তো সুখ তুমি ছাড়া কেউ নেই আমার (2)

জেনে বুঝে আমি দুঃখের জলে ভাসি
তাও ভাললাগে তোমার পাশে নিজেকে খুঁজে পাই ।

আমি কেন বার বার প্রেমে পড়ে যাই।
এই জনমে পাই বা না পাই পর জনমে
হামিন...
ও.....ও....অহ....
ও......ও.......


২ম অন্তরা!
বলার ছিলো অনেক কথা
ভাবছি কি বলবো তোমায়
চলার পথের সঙ্গী হব
রেখোনা একলা আমায় (২)

জানি এ হবেনা মন করে বাহানা
পাবনা যেনও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই ।

আমি কেন বার বার প্রেমে পড়ে যাই।
এই জনমে পাইবানা পাই পর জনমে চাই।

Post a Comment (0)
Previous Post Next Post